আকাশ সরকারঃ রাজশাহীঃবোয়ালিয়া মডেল থানার চৌকস টীম ২৪ ঘন্টার মধ্যে হেতেমখাঁ সাহাজীপাড়া ভিকটিম সানি হত্যা মামলার আসামী মোঃ আনিমকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
জনাব উপ-পুলিশ কমিশনার মোঃ সাজিদ হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ তৌহিদুল আরিফ, সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া মডেল থানা) এর দিক নির্দেশনায়, মোঃ মাজহারুল ইসলাম, অফিসার ইনচার্জ, বোয়ালিয়া মডেল থানা এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআই (নিঃ)/মোঃ মোতালেব হোসেন, এসআই (নিঃ)/মোঃ আবু হায়দার ও তার টীম এর সহযোগীতায় বিভিন্ন স্থানে অভিযান পরিচানা করে ২৪ ঘন্টার মধ্যে ভিকটিম সানি হত্যা মামলার আসামী আনিম(১৮), পিতা-আকবর ,স্থায়ী: গ্রাম- সাধুর মোড়, উপজেলা/থানা- বোয়ালিয়া, মহানগর রাজশাহীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পূর্ব শত্রুতার জের ধরে গত ০৪/০৭/২০২২ খ্রিঃ রাত্রী অনুমান ২১.১৫ ঘটিকায় গ্রেফতারকৃত আসামী মোঃ আনিম সহ অন্যান্য এজাহারনামীয় আসামীগণ সহ পূর্ব পরিকল্পিতভাবে ঘোষপাড়া মোড় হতে ভিকটিম সানিকে ব্যাটারী চালিত অটো যোগে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে হেতেমখাঁ সাহাজীপাড়া কফিল উদ্দিন জামে মসজিদের পাশে জনৈক মাকিম, পিতা-গোলাম কাদের এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর ধারালো চাকু, চাপ্পড়, চাইনিজ কুড়াল দিয়ে ভিকটিম সানির শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করেন।