শ্রীনগরে ভাগ্যকুল হাটের পাইকার দের ট্রলার নদী পথে আসতে বাধা দেয়ার অভিযোগ
শ্রীনগরে ভাগ্যকুল হাটে আসার গরু পাইকার দের নদী পথে আসতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। শ্রীনগর উপজেলায় ঐতিহ্য বাহী কিছু হাট বসে যা প্রতিবছর জমজমাট ভাবে গরু বেচা কেনা হয়।তাই নদী পথে বিভিন্ন জেলার মানুষ তাদের গরু বিক্রি আসে এ অঞ্চলে নদী পথে ও বিভিন্ন পরিবহনে।কিন্তু গত দু দিন যাবৎ ভাগ্যকুল হাটে নদী পথে গরু বিক্রি করতে আশা পাইকার দের বাধা দেয়ার অভিযোগ করেছে এ হাটে গরু বিক্রি করতে আশা পাইকারা।
জানাযায় ভাগ্যকুল হাট থেকে কিছু দুর এগোলেই লৌহজং ও শ্রীনগর উপজেলা সিমান্তবর্তী আরেকটি হাট বসেছে কবুতর খোলায়।
দৌলদিয়া থেকে গরু বিক্রি করতে আশা নান্নু মিয়া জানান গত ২বছর যাবত আমি এ হাটে আসি, নদীপথে আমার গরুর ট্রলার সহ আরো গরুর ট্রলার নিয়ে আমি ভাগ্যকুল হাটের উদ্দেশ্য এসেছি কিন্তু আসার পথে কবুতর খোলা নদীর অংশে আসার পর ওই হাটের লোকজন আমাদের ট্রলার স্পীড বোট দিয়ে থামিয়ে দেয়, আর বলে, এই হাটে গরু উঠা ওদিকে জেতে পারবি না, আমাদের গালি দেয়, তার কিছু সময় পরে পুলিশ আসে, পুলিশ আমাদের কে জিগ্যেস করলে আমরা ভাগ্যকুল হাটের কথা বল্লে পুলিশ আমাদের কে আসতে দেয়।
ভাগ্যকুল হাটের ইজারাদার মামুন কবির জানান হাটে আসলে পাইকার রা আমাকে জানায় নদী পথে আসতে তাদের বাধা দেয়া হচ্ছে, যেটা কারো কাছেই কাম্য নেয়,এরকম হলে এক সময় হুমকির মুখে পরবে এই অঞ্চলের গরুর হাট গুলো