বাগমারায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও শপথ বাক্য পাঠ করালেন এমপি এনামুল

রুস্তম আলী শায়ের বাগমারা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১৯৭ বার পঠিত

বাগমারায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও শপথ বাক্য পাঠ করালেন এমপি এনামুল

রুস্তম আলী শায়ের
বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারায় জঙ্গিবাদ ও মাদক মুক্ত জিবন গড়ার শপথ নিয়েছেন প্রায় দের হাজারে বেশি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা।

মঙ্গলবার বাগমারায় সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে ২০২১ সালের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষে ভবানীগঞ্জ নিউমার্কেট মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫৬৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয় সালেহা ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে।

সংবর্ধনায় আগত জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা অনুষ্ঠানের আয়োজক সালেহা ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্যে জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থী হাত তুলে এক সাথে সবাই বলেন, মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব ও সংবিধানের প্রতি অনুগত থাকিব। দেশ ও জাতির প্রয়োজনে জীবন উৎসর্গ করিব এবং জঙ্গিবাদ ও মাদক মুক্ত জিবন গড়িব।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলবো। বাবা-মা ও শিক্ষকদের পরামর্শ সর্বদা মানিয়া চলিব।

জীবনের শেষ দিন পর্যন্ত বাবা-মায়ের প্রতি অনুগত থাকিব। যে কোন দুঃখ কষ্ট গ্লানি পরাজয় ও প্ররোচনায় জঙ্গিবাদ ও মাদক হইতে বিরত থাকিব। জীবনের কোন অবস্থাতেই মাদক স্পর্শ করিব না। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম মাহমুদ হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল সরকার,বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল,যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর