এবার ‘চুপ করে থাক বেঈমান’

মারুফ সরকার,বিনোদন প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৮০ বার পঠিত

এবার ‘চুপ করে থাক বেঈমান’

 

মারুফ সরকার,বিনোদন প্রতিনিধি:

বর্তমান সময়ের সংগীতশিল্পী মণি চৌধুরী। তার গাওয়া কয়েকটি গান বেশ জনপ্রিয়তা পেয়েছ। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তার ‘চুপ করে থাক বেঈমান’ শিরোনামের গান। গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন গগন সাকিব। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানের কথা এবং সুর করেছেন মণি চৌধুরীর। মিউজিক কম্পোজিশন করেছেন রোহান রাজ। গানের ভিডিওতে মডেল হয়েছেন গগন সাকিব এবং মণি চৌধুরী। গানটি প্রকাশিত হয়েছে পপি মাল্টিমিডিয়ার ব্যানারে। ভিডিও নির্মাণ করেছেন পপি মাল্টিমিডিয়া টিম।

এ গান সম্পর্কে মণি চৌধুরী বলেন, ‘গগনের সাথে প্রথম একটা সেট রোমান্টিক ডুয়েট গান করলাম। দর্শকদের কথা মাথায় রেখে গানটিতে কিছুটা ভিন্নতা রাখার চেষ্টা করেছি। গানটির মধ্যে ভালোবাসা এবং বিচ্ছেদের একটা কম্বিনেশন রয়েছে। যে বিষয়গুলা বাস্তব জীবনে ঘটে। এখন দেখার পালা আমাদের দর্শকরা গানটি কীভাবে নেয়।’

এ গানের আরেক শিল্পী গগন সাকিব বলেন, ‘এটা আমার প্রথম ডুয়েট গান। নতুন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলাম। গানটির কথা সুর এবং মিউজিক কম্পোজিশন চমৎকার। মণি চৌধুরীর সাথে গেয়ে ভীষণ ভালো লেগেছে। আশা করছি, দর্শকদেরও গানটি ভালো লাগবে।’

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর