নিজ বসতবাড়িতে গাঁজা চাষ গ্রেপ্তার-১
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে নিজ বসতবাড়িতে মাদকদ্রব্য গাঁজা চাষের অপরাধে রকিব উদ্দিন কবিরাজ (৬০) নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতার রকিব উদ্দিন কবিরাজ বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের সীমান্তবর্তী দাউদপুর গ্রামের মনিতুল্যাহ কবিরাজের ছেলে।
মামলা সুত্রে প্রকাশ, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের দিক-নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ৯ টায় দিকে এসআই হরিদাস বর্মন ও এএসআই মনজুর হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের সীমান্তবর্তী দাউদপুর গ্রামে অভিযান চালায়। পরে বসতবাড়িতে মাদকদ্রব্য গাঁজা চাষের অপরাধে রকিব উদ্দিন কবিরাজ গ্রেফতার করে পুলিশ। এসময় ২টি গাঁজার গাছ জব্দ করে থানা পুলিশ।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত রকিব উদ্দিন কবিরাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৮(ক) ধারায় মামলা হয়েছে। রবিবার সকালে গ্রেফতার রকিবকে আদালতে প্রেরণ করা হয়েছে।