লৌহজংয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে ১৫৫ টি পরিবারঃবাকী ২টি হস্তান্তর

মোজাহিদুল ইসলাম বায়জিদ,লৌহজং
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৬২ বার পঠিত

লৌহজংয়ে প্রধান মন্ত্রীর উপহারের ঘর পেয়েছে ১৫৫ টি পরিবারঃবাকী দুটি  হস্তান্তর।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মুজিব বর্ষে প্রধান মন্ত্রীর দেওয়া উপহারের ঘর ১৫৫টি গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার উপজেলার হলদিয়ায় আরো ২টি গৃহহীন পরিবারের মধ্যে এ ঘর বুজিয়ে দেওয়া হবে। মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশে তৃতীয় ধাপে ২৬,২২৯ টি গৃহহীন পরিবারের মধ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জমিসহ গৃহ হস্তান্তর করবেন।

সেই লক্ষ্যে মুন্সীগঞ্জে মোট ২৯ টি পরিবারের মধ্যে এ ঘরগুলো হস্তান্তর করা হবে।এদিকে লৌহজং উপজেলায় এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন করেন উপজেলা প্রশাষন। এ সময়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআব্দুল আউয়াল জানান এ যাবত এ উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ১৫৫টি গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিথ ছিলেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃইলিয়াস সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার,বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃমাসুদ খান, বিক্রমপুর প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক ও লৌহজং প্রেসক্লাবের সভাপতি এম তরিকুল ইসলাম মাহবুব,লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন সিকদারসহ আরো অনেকেই।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর