মাঠ শুকিয়ে কাঠ, বিপাকে আমন-রোপা চাষিরা

মোঃ রুহুল আমিন গোদাগাড়ী
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৯২ বার পঠিত

মাঠ শুকিয়ে কাঠ, বিপাকে আমন-রোপা চাষিরা

মোঃ রুহুল আমিন গোদাগাড়ী

আষাঢ় ও শ্রবণ এই দুই মাস আমাদের দেশে বৃষ্টি হতেই থাকে। আর এই বৃষ্টিকে কাজে লাগিয়ে কৃষকরা এই মৌসুমে রোপা-আমন ধান আবাদ করেন

আষাঢ় মাসের শেষ। শ্রাবণের প্রথম হতে চললেও দেখা নেই বৃষ্টির। প্রচন্ড রোদ-তাপদাহ ও গরমে অতিষ্ট প্রাণীকূলেও। এমন অবস্থা যখন চলমান, তখন পুরো রাজশাহীর বরেন্দ্রঅঞ্চল জুড়ে অনাবৃষ্টিতে পুড়ছে ফসলের মাঠ। বিশেষ করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ধানের জমি গুলোতে পানি শুকিয়ে চৈচির হয়ে গেছে।

রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার কৃষক মোঃ আতাউর রহমান জানান, আমি সাড়ে ১২ বিঘা জমিতে রোপা আমন আবাদ করেছি। টানা প্রায় ২৫ দিন ধরে বৃষ্টি না হওয়ায় আমার ধানের জমিতে পানি শুকিয়ে জমি ফেঁটে ফেঁটে যাচ্ছে । ডিপ-টিউবওয়েল থেকে পুরো জমিতে পানি দিয়ে তা কভার করা সম্ভব হচ্ছে না। একদিন পর পর জমিতে পানির প্রয়োজন হচ্ছে। ফলে বৃষ্টির পানি ছাড়া ফসল বাঁচানো অসম্ভব হয়ে পড়বে বলে জানান এই কৃষক।

গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন সুলতানা বলেন, এবার উপজেলায় ২৪ হাজার ৮০০ হেক্টর জমিতে রোপা-আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গতবার ২৪ হাজার ৯৭৫ হেক্টর ছিলো। বৃষ্টির কারনে অনেক কৃষকের আবাদ বন্ধ আছে আবার যাদের আবাদ করা হয়েছে তাদের পানির সংকট থাকায় জমিতে পানি শুকিয়ে যাচ্ছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ড. তৌফিকুর রহমান জানান, এবার রোপা-আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮০ হাজার ৫০ হেক্টর। এখন পর্যন্ত জেলায় ৩ হাজার হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। গতবার আবাদ হয়েছিলো ৭৭ হাজার ৩২৫ হেক্টর ।

রাজশাহী অঞ্চলে টানা ২৫ দিন বৃষ্টি নাই ফলে কৃষকরা সময়মত আবাদ শুরু করতে পারেনি। আমরা বিএমডিএর সাথে কথা বলেছি কৃষকদের ঠিক মত যাতে পানি সরবরাহ করে। অনাবৃষ্টির কারণে এখন পর্যন্ত ফসলের বড় ধরনের কোন ক্ষতি হয়নি । আগামী সপ্তাহে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আশাকরা যায় অতিদ্রুত পানির সমস্যা কেটে যাবে ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর