চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সহ ৫২ টি উপজেলা ভূমিহীন ও গ্রহহীন মুক্ত ঘোষণা।
মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে তিনি এসব ঘর উদ্বোধন করেন।
এরই ধারাবাহিকতায় শিবগঞ্জ উপজেলার অডিটোরিয়াম হল রুমে উপজেলার গৃহহীন ও ভূমিহীন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিব খান, শিবগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার আবুল হায়াত,উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম , পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম ও সুবিধাভোগীরা
৩য় পর্যায়ে ২য় ধাপে ভূমি ও গৃহহীন ৭৫ পরিবারের মাঝে সেমি পাকা বাড়ি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। সম্প্রতি ৪১ ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে সেমি পাকা বাড়ি প্রদান করা হয় এবং আরও ৩৫টি সেমি পাকা বাড়ি নির্মাণ কাজ চলমান আছে। উপজেলায় ৭৫ টি সেমি পাকা বাড়ি প্রদানসহ ১ হাজার ১৮৮ ভূমি ও গৃহহীন পরিবারকে সেমি পাকা বাড়ি পেয়েছে সুবিধাভোগীরা।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বলেন, এই এলাকার ভূমিহীন ও গৃহহীন মানুষেরা অত্যন্ত খুশি। তাদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নতুন বাড়িতে তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন।