বাগমারার বারনই নদীতে গোসল করতে নেমে ১জন নিখোঁজ

বাগমারা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১১৬ বার পঠিত

বাগমারার বারনই নদীতে গোসল করতে নেমে ১জন নিখোঁজ

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারার তাহেরপুর বারনই নদীতে গোসল করতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে।

নিখোঁজ হওয়া ব্যক্তির নাম রুপ কুমার (৩৫)। সে উপজেলার তাহেরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের জেলেপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানা গেছে, তাহেরপুর শ্মাশানে একই এলাকার এক মৃত ব্যক্তির দাহ শেষ করে বাসায় আসেন রুপ কুমার। শনিবার বিকেল ৬ টার দিকে বাড়ির পাশে বারনই নদীতে গোসল করতে নামে রুপ কুমার। নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

খবর পেয়ে বাগমারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান তুহিন বলেন, গোসল করতে নেমে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সন্ধ্যা পর্যন্ত অনেক চেষ্টা করেও নিখোঁজ ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি। আগামীকাল রবিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবরী দল আসলে আবারও উদ্ধার কার্যক্রম পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর