মোঃ মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ ব্যাপক উৎসাহ ও উদ্দীনার মধ্য দিয়ে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি শিবগঞ্জ উপজেলা নির্বাচন ২০২২-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়াম কক্ষে নবনির্বাচিত পরিষদ সদস্যদের শিবগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল, মাননীয় সংসদ সদস্য ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-০১।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় জনাব মোঃ গোলাম কিবরিয়া ও জনাব মোসা: শিউলি বেগম, সম্মানিত নবনির্বাচিত সদস্যবৃন্দ, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সম্মানিত অবসরপ্রাপ্ত কর্মচারীবৃন্দ সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।