মোঃ মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জে শোকাবহ আগস্ট মাসের বিভিন্ন কর্মসূচী যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো আবুল হায়াত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট , থানার অফিসার ইনচার্জ ওসি।
আলোচনায় এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), মাধ্যমিক শিক্ষা অফিসার, সমাজসেবা কর্মকর্তা সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।