শ্রীনগরের রুসদি উচ্চ বিদ্যালয়ে বহিরাগতের মহড়ায় ভীত- সন্ত্রস্ত শিক্ষার্থীরা,জনমনে ব্যাপক ক্ষোভ
শ্রীনগর তন্তরে রুসদি উচ্চ বিদ্যালয়ে শতাধিক মোটর সাইকেল যোগে মহড়া দেওয়ায় ভয় আতন্ক গ্রস্হ হয়ে পরেছেন বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী।
গত২৩ই জুলাই ২২ ইঃ বিদ্যালয়ে অবিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে পরাজিত প্রার্থীদের পক্ষ নিয়ে প্রতিষ্ঠানে বিশৃংঙ্খলা করার চেস্টার অভিযোগ উঠেছে তন্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন ও হানা গ্রুপের চেয়ারম্যান হারুন অর রশিদের বিরুদ্ধে।
নির্বাচন বাতিল চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে তদন্ত করাকালীন হঠাৎ করেই বিকট শব্দেপ্রায় শতাধিক মটর সাইকেল বিদ্যালয়ের সীমানায় প্রবেশ করলে ছাত্র ছাত্রীরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বিদ্যালয়ের দরজা জানালা আটকে চিৎকার -চেচামেচি শুরু করলে পুলিশ ঘটনাস্হলে পৌছলে বহিরাগতরা পালিয়ে যান।
বহিরাগতদের বিদ্যালয়ে প্রবেশের সংবাদ টি ছড়িয়ে পরলে স্হানীয় জনগণ ক্ষুব্দ হয়ে উঠেন এবং অসংখ্য অবিভাবক এসে জড়ো হন।
উল্লেখ্য যে প্রতিষ্ঠান টির নেতৃত্ব নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসলেও পরাজিত প্রার্থীদের পক্ষে পূর্বে তাদের সস্পৃক্ত হতে দেখা যায়নি।অন্য দিকে অভিযোগের নিষ্পত্তি হওয়ার আগেই তারা শক্তি পদর্শনের চেস্টা চালান বলে জানা গেছে। এ ব্যপারে শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানান,আমাদের অবিভাবকরা ভোট দিয়ে বর্তমান কমিটির নেতৃবৃন্ধ কে নির্বাচিত করেছেন,আমরা বিদ্যালয়ের সীমানায় কোন রুপ বিশৃংখলা দেখতে চাইনা,বহিরাগতরা বিকট শব্দে এক যোগে হর্ণ বাজিয়ে আতংক সৃষ্টি করলে আমরা ভয়ে স্কুলের দরজা- জানালা বন্ধ করে ছিলাম,পুলিশ আসার পর বিদ্যালয়ের ক্লাস শুরু হয়।
এ বিষয়ে তন্তর ইউপি চেয়ারম্যান,আলী আকবর জানান,নির্বাচনের পূর্বে তারা কেউ ভোটে আসেননি,শিক্ষা প্রতিষ্ঠান কে ইস্যু করে শিক্ষা প্রতিষ্ঠানের ধ্বংস ডেকে আনছেন।সংশ্লিষ্ট দপ্তর হতে নির্বাচন করার তাগিদ দিয়ে বলা হয় উক্ত সময়ে অভিবাবক প্রতিনিধি নির্বাচন করতে ব্যর্থ হলে বিদ্যালয়ের সকল সুযোগ -সুবিধা বন্ধ করে দেওয়া হবে।তারা নিজেদের আখের গোছাতে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম কে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন।
এ ব্যপারে হানা গুপের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন,মটর সাইকেলের মহড়া কার নেতৃত্বে হয়েছে জানিনা। বিদ্যালয়ের সার্বিক কল্যাণে আমরা কাজ করতে চাচ্ছি।
শ্রীনগর থানার এসআই প্রবাস জানান,মটর সাইকেল মহড়া আমি দেখিনি তবে, পরে বিষয়টি শুনেছি।