মোঃ মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগ শিবগঞ্জ উপজেলা শাখার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫ আগষ্ট) বিকাল ৪ টায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জিয়াউর রহমান, মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক ডা সামিল উদ্দিন আহমেদ শিমুল, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল গনি জোহা, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো আব্দুল্লাহিল বাকী, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মো আলীরাজ ও সাধারণ সম্পাদক মোঃ রকি ইসলাম ডলার, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু আহমেদ নজমুল করবর মুক্তা, ও সঞ্চালনয় করেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম টুটুল খান, সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারবর্গের সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সকল শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।