বিরামপুরে যৌন উত্তেজক সিরাপ ধ্বংস

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৩৭ বার পঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা ৬ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের চত্তরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এর উপস্থিতিতে এই সব যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করা হয়। এসময় যৌন উত্তেজক সিরাপ ধ্বংসে উপজেলা প্রশাসনের অফিসের স্টাফগণ সহযোগিতা করেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন,”উপজেলার বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যৌন উত্তেজক সিরাপ জব্দ এবং যৌন উত্তেজক সিরাপ রাখার ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে অর্থ দন্ড করা হয়।” যা আজ আনুষ্ঠানিকভাবে জব্দ করা যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করা হলো।” তিনি আরো বলেন,”মাদক যেমন আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, ঠিক তেমনি যৌন উত্তেজক সিরাপ অনেকের কিডনি, লান্স নষ্ট করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।”

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর