মো শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় দেশের মানুষ কষ্টে আছে স্বীকার করে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেছেন, বছর শেষে অর্থাৎ, আগামী তিন থেকে চার মাসের মধ্যে সবকিছুর দাম কমতে পারে।
সকালে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসিতে) এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম আরো বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে, তাই বাংলাদেশেও দ্রব্যমূল্য ও জালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আগামী তিন থেকে চার মাসের মাথায় সব কিছুর দাম সহনশীল হবে। বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতি মন্দা হলেও বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো অবস্থানে রয়েছে।
বাংলাদেশ কখনো শ্রীলঙ্কার মতো হবে না, বরং বাংলাদেশকে শ্রীলঙ্কা অনুসরণ করলে শ্রীলঙ্কা কখনো দেউলিয়া হতো না জানিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশে অনেক পণ্যই আমদানিকৃত। তাই একটু দাম বেশী। এক্ষেত্রে সরকারের কোনো হাত নেই।
পরিকল্পনা প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে বিভিন্ন পণ্যের উৎপাদন মৌসুম হচ্ছে নভেম্বর থেকে মে পর্যন্ত। তাই একটু বর্ষা মৌসুমে সমস্যা দেখা যায়। এ সমস্যা কেটে যাবে। এ কঠিন সময়ে একটি গোষ্ঠী সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে ।
এসময় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর রমেন্দ্র নাথ বিশ্বাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।