হবিগঞ্জের নবীগঞ্জে নানার বাড়ীতে বেড়াতে পুকুরের পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু – অনাকান্তির কন্ঠ

বুলবুল আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৬৬ বার পঠিত

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ-

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে নানার বাড়ীতে বেড়াতে এসে পরিবারের সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে তাছলিয়া আক্তার (২) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে৷

জানাযায়, উপলেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামের মৃত দুলাল মিয়ার স্ত্রী পপি বেগম তার শিশু কন্যা তাছলিয়া আক্তারকে সাথে নিয়ে তার পিতার বাড়ী আউশকান্দি ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে গত সপ্তাহে বেড়াতে আসেন৷ শনিবার তিনি স্বামীর বাড়িতেও আবার ফিরে যাবার কথা ছিল বলে সূত্রে জানা গেছে৷

এরই মধ্যে শুক্রবার (১৯ আগষ্ট) সাড়ে ৯টার দিকে পরিবারের সকলের অগোচরে শিশুটি বাড়ির নিকটবর্তী পুকুরের পানিতে পড়ে গিয়ে তলিয়ে  যায়৷ এক পর্যায়ে তাকে অনেকক্ষন ধরে না দেখায় সাড়ির সবাই তাকে অনেক খোজাখুজি করেন। কিন্তু তাকে পাওয়া যায়নি! পরে পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ এ মৃত্যুর খবরে তাদের পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম৷

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর