মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে ও হামলাকারীদের ফাঁসির দাবিতে পুরানো পল্টন এলাকায় প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন কর্মসূচি পালন করেন ঢাকা জেলা উত্তর তাঁতীলীগ।
২১ আগষ্ট (রবিবার) সকালে পুরানো পল্টন প্রতিবাদ সমাবেশ করার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্যে ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের সভাপতি হাজী মোবারক হোসেন খোকন , রক্তাক্ত ভয়াল-বিভীষিকাময় ২১শে আগস্ট আজ। রাজনৈতিক ইতিহাসে ২১ আগস্ট একটি কলঙ্কময় দিন।
মৃত্যু-ধ্বংস-রক্তস্রোতের নারকীয় গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে অকল্পনীয় এক নারকীয় গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দেয়। অবিলম্বে গ্রেনেড হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহাজাদা , সাভার উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ আবু সাঈদ , সাভার উপজেলা তাঁতী লীগের সিনিয়র সহসভাপতি মনু চন্দ্র দাস ,সাভার উপজেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহিম স্বপন ,সাভার উপজেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান খান সজিব,সাভার উপজেলা তাঁতীলীগের সহ সভাপতি রেজাউল ইসলাম,সাভার উপজেলা তাঁতীলীগের সহ সভাপতি সান সরকার,সাভার উপজেলা তাঁতীলীগের নেতা হুমায়ুন কবিরসহ ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।