মো শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
আগস্ট মাস জাতির জন্য কালো অধ্যায়। এই মাস আসলেই ঘাতকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
মঙ্গলবার সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অডিটরিয়ামে ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, বিএনপি জামায়াত দেশে অরাজকতা সৃষ্টি করে। সবসময় তারা মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। কিন্তু দেশের মানুষ এখন উন্নয়ন চায়। জঙ্গিবাদ ও সন্ত্রাস চায় না। তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
এ সময় সংসদ সদস্য বেনজীর আহমদ, মহিলা আওয়ামী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, জেলা মহিলা লীগ উত্তরের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।