মোঃ ছলিম উল্যাহ ভূঁইয়া ছাগলনাইয়া ফেনী প্রতিনিধিঃ ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে রিপন মিয়া নামের এক অসাধু ব্যবসায়ীর বাড়ি থেকে ১০৮০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয় এবং অপরাধে উক্ত অপরাধীকে তেল মজুদের অপরাধে এক লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়।
২৫ আগস্ট বৃহস্পতিবার বিকেলে ফেনীর জ্যেষ্ঠ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা গোপন সূত্রের ভিত্তিতে রিপন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন এবং ১২ লিটারের ৯০ কার্টন সয়াবিন তেল জব্দ করতে সক্ষম হন। উত্তর দেন বেশি দামে বিক্রি করার জন্য রিপন মিয়া অবৈধভাবে বাড়িতে মজুদ করে রাখেন। এই অপরাধে ভ্রাম্যমান আদালত রিপন মিয়াকে ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করেন এবং আটককৃত তেল গুলো সরকারের নির্ধারিত দামে খোলা বাজারে বিক্রির জন্য লিখিত অঙ্গীকারনামা আদায় করেন।