পৃথিবীর বিরলতম প্রানী হানি ব্যাজারের দেখা মিলল ভারতের ছত্তিসগড় রাজ্যের দুধ ওয়ালা জঙ্গলে।।

মনোয়ার ইমাম।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৫৬ বার পঠিত

মনোয়ার ইমাম 

ভারতের ছত্তিসগড় রাজ্যের কান্কের জেলার কোন্নির দুধ ওয়ালা জঙ্গলে কাছে কোথাল গ্রামে দেখা মিলল পৃথিবীর বিরলতম প্রানী হানি ব্যাজার। এই বিলুপ্ত হতে যাওয়া প্রানী সাধারণ দেখা মেলে দক্ষিণ আফ্রিকার জঙ্গলে। কিন্তু গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এ এই প্রানী র দেখা মেলাতে খুশি ছত্তিসগড় রাজ্যের বনবিভাগ । এই প্রানী অতি নির্ভীক ও চতুর এবং বুদ্ধিমান বটে। এই প্রানী দক্ষিণ আফ্রিকার জঙ্গলে সিঙহের সাথে লড়াই করার ক্ষমতা রাখে। তবে ভারতের ছত্তিসগড় রাজ্যের ঘন জঙ্গলে কেমন করে পাওয়া গেছে তা নিয়ে আলোচনা করছেন বনবিভাগ। তবে হানি ব্যাজার প্রানী ভারতের কিছু কিছু জাতীয় অভয়ারণ্যের মধ্যে রয়েছে বলে মনে করেন বনবিভাগ। ভারতের ছত্তিসগড় রাজ্যের বহু যায়গায় গভীর জঙ্গলে ঘেরা। তার মধ্যে এই প্রানী র বেঁচে থাকার ঘটনা বিরলতম। তবে এই হানি ব্যাজার প্রানী টি ধরে পাশে র ঘন জঙ্গল সীতা নদী অভয়ারণ্য ছেড়ে দেওয়া হয়েছে। এই প্রানী হানি ব্যাজার অতি ক্ষিপ্ত হয়ে যে কোন প্রানী কে আক্রমণ করার ক্ষমতা রাখে। গভীর জঙ্গলে বড় বড় প্রানী ও অজগর সাপকে কাবু করার ক্ষমতা রাখে।।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর