মো মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধ
চাঁপাইনবাবগঞ্জে অসুস্থ বৃদ্ধা মা-কে রাস্তায় ফেলে গেছেন ছেলে ও তার স্ত্রী। পরে ওই বৃদ্ধাকে উদ্ধার করলেন কৃষক লীগ নেতা ও সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় উদ্ধার হওয়া বৃদ্ধার বাড়ি শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর নাককাটিতলা গ্রামের মৃত সইবুর রহমানের মেয়ে মর্জিনা ( ৮২ ), তার তিন মেয়ে এবং দুই ছেলে সন্তান রয়েছে বলে জানান।
শুক্রবার ০২ সেপ্টেম্বর সকাল ১০টায় পৌরসভা এলাকার বালিগ্রামে কে বা কারা ঐ বৃদ্ধ মহিলাটি ফেলে পালিয়ে যায়। এ খবর শুনে মানবতার ফেরিওয়ালা স্থানীয় কৃষক লীগ নেতা আব্দুল হাকিম বৃদ্ধা মহিলার কাছে গিয়ে খোজ খবর নেন। এবং তাঁর ছেলে কীভাবে তাঁকে রাস্তার পাশে জঙ্গলে ফেলে গেছেন, সেই কাহিনি বলেন।
আত্মীয়-স্বজনের সূত্রে বলছে, ঘটনার আগ পর্যন্ত ছোট ছেলে মনিরুল ইসলামের বাড়িতে আশ্রয়ে ছিলেন। শুক্রবার পৌর এলাকার বালিগ্রামে ছোট বোনের বাড়ির সামনে তার মা’কে ফেলে পালিয়ে যায় কুলাঙ্গার ছেলে মনিরুল। পরে কৃষক লীগ নেতা আব্দুল হাকিমের হস্তক্ষেপে একই মহল্লার অপর ছোট মেয়ের বাড়িতে আশ্রয় হয় মায়ের। সে সাতে বৃদ্ধার সকল চিকিৎসা এবং ভরনপোষণের দায়িত্ব নেন আব্দুল হাকিম।
একইসঙ্গে তার সাথে যারা অমানবিক আচরণ করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।