মোঃ রুহুল আমিন গোদাগাড়ী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোদাগাড়ীতে বিশাল র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় গোদাগাড়ী বাজার থেকে র্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গোদাগাড়ী দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সালাম সওয়াল সভাপতি, গোদাগাড়ী উপজেলা বিএনপি গোদাগাড়ী উপজেলা জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক মোঃ আনারুল সরকার, গোদাগাড়ী উপজেলার জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক মাহাবুল ইসলাম, গোদাগাড়ী পৌর জাতীয়তাবাদী দলের সাবেক সংগঠনিক সম্পাদক এস এম বাবু, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আয়বায়ক অরণ্য কুসুম, রাজশাহী জেলা যুবদলের সদস্য মোঃ নূর আলম সরকার
সহ গোদাগাড়ীর উপজেলার বিএনপির সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন
প্রধান অতিথি বলেন, সকল ক্ষুদ্র ও বৃহৎ জাতিস্বত্বার সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ দেশ ও জাতি গঠনের মানসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাকশালের মাধ্যমে হত্যাকরা গণতন্ত্রের পূনর্জন্ম ঘটিয়ে বহুদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। তিনি বলেন, আমরা যারা বিএনপি করি তারা স্বাধীনতার ঘোষক জিয়ার সেই আদর্শের সৈনিক। তাঁর মত সহমর্মিতার ও সহনশীলতার রাজনীতি করি। গণতন্ত্র মানবতাই আমাদের নীতি। দেশ ও জনগণের সমৃদ্ধি ও উন্নয়নই আমাদের লক্ষ্য। দেশপ্রেমর বুলি আউরিয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে পূঁজি করে অনেকেই ক্ষমতায় গিয়ে স্বৈরচারী ও বাকশালী কায়দায় মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে অনিয়ম দূর্নীতি করে নিজেদের আখের গোছায়। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমবাজ গণবিরোধী আওয়ামী সরকারকে উৎখাত করে গণতন্ত্র পূনরুদ্ধারের মাধ্যমে জনগণের দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠায় শপথ নিতে হবে