প্রচারিত হলো নাসিম সাহনিকের নতুন নাটক ‘এসো প্রাণের টানে’

মারুফ সরকার,বিনোদন প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৩ বার পঠিত

মারুফ সরকার,বিনোদন প্রতিনিধি:

নির্মাতা নাসিম সাহনিক নির্মিত একক নাটক ‘এসো প্রাণের টানে’ প্রচারিত হলো গত ২ সেপ্টেম্বর ২০২২,শুক্রবার, রাত দশটায়, একুশে টেলিভিশনে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লামিয়া সিদ্দিকা, স্বাতী তন্নী, শিশির আহমেদ প্রমুখ। নাটকটির গল্পে দেখা যায়, ঢাকায় একই সাথে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে হিয়া আর তানজিনা। দুজনে একসাথেই একটি ফ্ল্যাটে ভাড়া থাকে। ছুটিতে হিয়াদের গ্রামের বাড়িতে বেড়াতে যায় তানজিনা। সেখানে তানজিনার শুভর সাথে পরিচয় হয়। শুভর চিন্তাভাবনা আর আচরণে মুগ্ধ হয়ে ওর প্রেমে পড়ে যায় তানজিনা। ওদিকে বেশ আগে থেকেই ভাইয়ের বন্ধু শুভকে পছন্দ করে হিয়া। হিয়া নাকি তানজিনা কার সাথে প্রেমের সম্পর্কে জড়াবে তা নিয়ে কনফিউশনে পড়ে যায় শুভ। নাটকটিতে তানজিনা চরিত্রে অভিনয় করেছেন লামিয়া সিদ্দিকা, হিয়া চরিত্রে অভিনয় করেছেন স্বাতী তন্নী এবং শুভ চরিত্রে অভিনয় করেছেন শিশির আহমেদ। নির্মাতা নাসিম সাহনিক বলেন , ‘বরাবরই চেষ্টা করি সহজ সরল নির্মল গল্পে নাটক নির্মাণ করতে। এই প্রডাকশনটি সেই প্রচেষ্টারই প্রতিফলন। শিল্পীরা এবং কলাকুশলীরা চেষ্টা করেছেন সর্বোচ্চ সহযোগিতা করতে। তাদেরকে অসংখ্যা ধ…

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর