মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি ঝুটের গোডাউন। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত বিশ জন। বুধবার রাত ৩টার দিকে সাভারের পশ্চিম ব্যাংক টাউন বাড়ইগ্রাম এলাকায় বদরুল মিয়ার ঝুটের গোডাউনে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের তীব্রতা বেশি হওয়ায় পুরো ঝুটের গোডাউনে তা ছড়িয়ে পড়ে। পরে সাভার ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌছে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত বিশ জন। অল্পের জন্য বেঁচে গেছে ওই ঝুট গোডাউনে পাশে থাকা একটি সরকারি প্রতিষ্ঠান ও বেশ কিছু বাড়ি ঘর।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন লাগার বিষয়ে তদন্ত করছে ফায়ার সার্ভিস ও সাভার মডেল থানা পুলিশ।