গজারিয়া প্রেসক্লাব এর নতুন কমিটি ঘোষিত

মকবুল হোসেন, গজারিয়া,মুন্সীগঞ্জ
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৩ বার পঠিত

গজারিয়া প্রেসক্লাব এর নতুন কমিটি ঘোষিত

মুন্সীগঞ্জের গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২২ইং অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী নির্ধারিত নির্বাচিত পদে যোগ্য প্রার্থীদের একটি করে মনোনয়নপত্র রেখে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়া হয়। ১০সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত মুক্তিযোদ্ধা ভবন গজারিয়া প্রেসক্লাব কার্যালয় , নির্বাচনী প্রক্রিয়া ও সাধারণ সভার আয়োজন করা হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনার ও উপজেলা বি,আর,ডি,বি’র চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা সাধারণ সভায় আলোচনা শেষে নিন্ম উল্লেখিত কমিটি ঘোষনা করেন,সভাপতি হিসেবে মোহাম্মদ আরফিন(দৈনিক মুন্সীগঞ্জের কাগজ),সহ-সভাপতি মোঃমুকবুল হোসেন( দৈনিক আমার বার্তা),সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল(আমাদের সময়), সাঃসম্পাদক নজরুল ইসলাম শেখ(সংবাদ),যুগ্ম সাঃসম্পাদক আজিজুল হক পার্থ(দেশ রুপান্তর), সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন(ঢাকার ডাক),সহ-সাংগঠনিক সোলায়মান শিকদার(ফ্লাগুনী টিভি),কোষাধ্যক্ষ সায়মন শাহাদাত(আজকের পত্রিকা),দপ্তর সম্পাদক আল আমিন(মানব কন্ঠ),তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাঈদ হাসান আরফান(গনমুক্তি),ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু রাজু(মাতৃভূমির খবর),প্রচার সম্পাদক প্রিয়া সরকার(ভোরের ডাক),নির্বাহী সদস্য এস,এম নাসির উদ্দীন (জবাবদিহি),আমিরুল ইসলাম নয়ন(বিজয় টিভি),শেখ শাহাবুদ্দিন (ইনকিলাব),সোনিয়া পারভীন(নিউ নেশন),আব্দুল হাকিম(বিচিত্র সংবাদ),ইসরাফিল মিয়া(নব চেতনা) প্রমুখ নির্বাচনী ফলাফল ও সাধারণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহাসিন চৌধুরী গজারিয়া প্রবীণ সাংবাদিক আওয়ামী লীগ নেতা মোস্তফা সারোয়ার বিপ্ল, শ্রমিক লীগ সভাপতি হালিম প্রধান, শ্রমিক লীগ সভাপতি আনোয়ার হোসেন,সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিক।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর