মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারে এক নারীর রুমে এক রাজ মিস্ত্রির রহস্য জনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার কালিনগর থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওই রাজ মিস্ত্রির মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ভিন্ন ভিন্ন বক্তব্য দেয়ায় মানুষের মাঝে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বলছে, তিন মাস আগে কালিনগর এলাকায় স্থানীয় রাজ মিস্ত্রি ইয়াছিন মিয়া (৩৫) সিমা ও রহমত মিয়া নামের এক দম্পতিকে নিজের ভাই ও ভাবী পরিচয় দিয়ে জসিম নামের এক ব্যক্তির বাড়ির দুটি রুম পাশাপাশি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। ওই রাজ মিস্ত্রির স্ত্রী গ্রামের বাড়ি চাঁদপুরে। সাভারে তিনি একাই থাকতেন। কথিত ভাই-ভাবির ঘরে তিন বেলা খাবার খেতেন। শুক্রবার কথিত ভাই ভাবির রুমে ওই রাজ মিস্ত্রিকে ভাবি পরিচয় দেয়া সিমার ওড়না গলায় প্যাচানো অবস্থায় ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত দেখতে পায় বাড়িওয়ালা।
পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এঘটনার পর থেকে কথিত ভাবী সিমা অসুস্থ হয়ে পড়েছে। এদিকে ওই রাজ মিস্ত্রির লাশ উদ্ধারের সময় পুলিশ কথিত ভাই ভাবীকে জিজ্ঞাসাবাদ করেনি। তার মৃত্যু নিয়ে তদন্তও করেনি।
এলাকাবাসীর দাবি ওই রাজ মিস্ত্রি কেনই বা ওই নারী ও তার স্বামীকে ভাই ভাবি পরিচয় দিয়ে পাশাপাশি রুম ভাড়া নিলো আর কেনই বা ওই নারীর ঘরে ওড়না দিয়ে আত্মহত্যা করলো। এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওই রাজ মিস্ত্রির মৃত্যুর রহস্য উৎঘাটনের জোর দাবি জানিয়েছেন।
এবিষয়ে সাভার মডেল থানার চামড়া শিল্প নগরী ট্যানারি পুলিশ ফাঁড়ির এস আই জাহিদুল ইসলাম বলেন, ময়না তদন্তের পরে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। তার পরে আইনি ব্যবস্থা নেয়া হবে