গজারিয়ায় ইউপি সদস্যের ড্রাইভার কে মারধর ও ১লক্ষ টাকা নেয়ার অভিযোগ

মকবুল হোসেন, গজারিয়া,মুন্সীগঞ্জ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৭ বার পঠিত

গজারিয়ায় ইউপি ড্রাইভারকে মারধর ও১ লক্ষ টাকা নেয়ার অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ট্যাঙ্গারচর ইউনিয়নের আনারপুরা এলাকায় ইউপি সদস্য শফিকুল ইসলাম আরমানের গাড়ির ড্রাইভারকে মারধর করার অভিযোগ আরেক ইউপি সদস্য শাহজাদার বিরুদ্ধে ।এ বিষয়ে ইউপি সদস্য শফিকুল ইসলাম আরমান বাদী হয়ে ভবেরচর ইউনিয়নের ইউপি সদস্য শাহজাদা এবং আউয়াল, ও আখতার সহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন কে আসামি করে গজারিয়া থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগের বাদী ইউপি সদস্য শফিকুল ইসলাম আরমান জানান আনারপুরা গ্রামের শাহাবুদ্দিন শিকদারের ছেলে ইউপি সদস্য শাহজাদা আউয়াল সরকারের ছেলে ওসমান ও আক্তার সহ ১০ থেকে ১২ জন মদ্যপায়ী একটি চক্র বুধবার রাতে ট্যাঙ্গারচর রাস্তায় এই ঘটনা ঘটিয়েছে । প্রাইভেট কার যোগে বাড়ি ফেরার সময় মদ্যপায়ী চক্র শাহজাদা সহ আমার গাড়ির গতি রোধ করে । আমার গাড়ির ড্রাইভার আমজাদ কে এলোপাতাড়ি ভাবে মারপিট করে । ড্রাইভারকে বাঁচাতে আমি এগিয়ে আসলে আমার পকেটে থাকা এক লক্ষ টাকা ছিনিয়ে নেয় শাহজাদা সহ মদ্যপায়ী চক্র ।

অভিযুক্ত ইউপি সদস্য শাহজাদা জানান আমার এলাকায় গাড়ি ওভারটেক করাকে কেন্দ্র করে তর্কবিতর্ক ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পাঁচটি দোকান ১৫ থেকে ২০ জন লোক উপস্থিত ছিল । টাকা নেয়ার বিষয়টি ভিত্তিহীন ।

এ বিষয়ে গজারিয়া থানার এস আই সুজিত জানান অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে । ইউপি সদস্য শফিকুল ইসলাম আরমান এর সাথে হাতাহাতি ঠেলা ধাক্কা হয়েছে । টাকা নেওয়ার বিষয়টি ঘটনাস্থলের আশেপাশের লোকজন অবগত নেই।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর