বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুরে আরমান আলী মোল্লা (২৭) নামের এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার জোতবানী ইউনিয়নের একইর মঙ্গলপুর (ঠনঠনিয়া) গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আরমান আলী মোল্লা উপজেলার জোতবানী ইউনিয়নের একইর মঙ্গলপুর (ঠনঠনিয়া) গ্রামের মৃত. কোবাদ মোল্লার ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, নিহত আরমান আলী মোল্লা ছিলেন পেশায় রাজমিস্ত্রি। বেশ কিছু ধরে আরমান আলী পায়ের ব্যাথায় ভুগছিলেন। শনিবার বিকেল ৩টা দিকে আরমান এর ঘরের দরজা অনেক সময় বন্ধ থাকা দেখতে পেলে সন্দেহ হলে, পরিবার ও প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙ্গে দেখেন, আরমান নিজ ঘরের বরগায় সাথে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেয়। এসময় স্থানীয়রা ও পরিবারের লোকজন গুরুতর অবস্থায় আরমানকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহারিয়ার ফেরদৌসি হিমেল তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার জোতবানী ইউনিয়নের একইর মঙ্গলপুর (ঠনঠনিয়া) গ্রামের আরমান আলী মোল্লা নামের এক যুবক আত্নহত্যা করেন। এঘটনায় বিরামপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।