মাসুদ আলী পুলকঃ রাজশাহী ব্যুরোঃ
কোন মতেই থামছে না প্রতারনা,,
এই মেয়ে মিলনের মেয়ের বান্ধবী। ২০২২ সালে প্রতারনা মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে থাকা অবস্থায় মিলনের জামিনের জন্য তার স্ত্রী মৌ গুলশানকে বুঝিতে ৫০ হাজার টাকা নেয়। এই টাকার মধ্যে গুলশানের মা দেয় ৩০ হাজার টাকা আর গুলশান তার ব্যবহৃত মোটরসাইকেল সুদে বন্দক রেখে নেয় ২০ হাজার টাকা। মোট ৫০ হাজার টাকা। ৮ মাস হলো প্রতারক জেল থেকে বেরিয়েছে। কিন্তু টাকা না দিয়ে উল্টা মেয়েটাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। ১৮ সেপ্টেম্বর গুলশান পুলিশ কমিশনার মহাদয় বরাবর একটি অভিযোগ জমা দিয়েছে। Rab -5 এ গেছিলো। তবে সে প্রতিকার পাবে। প্রতারক নুরে ইসলাম মিলন বিষয়টি জানতে পেরে বিভিন্ন ব্যক্তিকে দিয়ে তার ফেসবুকে হুমকি অব্যাহত রেখেছে।
যুবতীর নামঃ গুলশান খাতুন, পিতাঃ আনোয়ার হোসেন আদিল, স্বামী; তোফায়েল আহমেদ আকাশ, সাং- বায়া তকিপুর, এয়ারপোর্ট থানা, রাজশাহী।
০১৩২১-৫২১৪৭৬