মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভার ও আশুলিয়ায় অজ্ঞাত দুই যুবককে হত্যা করেছে দুর্বৃওরা। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। এছাড়া আরো এক নারীর লাশ উদ্ধার হয়েছে।
পুলিশ বলছে, রবিবার রাতে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকায় একটি বাড়িতে অজ্ঞাত চল্লিশ বছর বয়সী এক যুবককে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় সবুজ ও জেসমিন নামে দম্পতি। অন্য ভাড়াটিয়াদের কাছ থেকে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।
এঘটনায় পুলিশ হত্যাকারী দম্পতিকে গ্রেপ্তারের চেষ্টা করছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অপরদিকে আশুলিয়ার ভাদাইল এলাকার একটি বাড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাভারের ভাকুর্তার চাইরার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পচিশ বছর বয়সী এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সাভার নৌ পুলিশ। পুলিশের ধারণা প্রায় সপ্তাহ খানেক আগে ওই যুবককে দুর্বৃওরা হত্যা করে থাকতে পারে। অজ্ঞাত ওই যুবকের নাম পরিচয় ও তার হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটনে কাজ করছে নৌ পুলিশ।