মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
খুব শীঘ্রই বর্তমান সরকার দেশে প্রকৃত মুক্তিযোদ্ধারের সঠিক তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।
দুপুরে সাভার উপজেলা পরিষদে মুক্তিযোদ্ধাদের তথ্য যাচাই বাচাই কার্যকমে তিনি একথা বলেন। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি এসময় আরও বলেন,বর্তমানে প্রায় দেড় লক্ষ মুক্তিযোদ্ধা মানুষের নাম জমা পড়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে তা আমরা যাচাই বাচাইয়ে তদন্ত করছি খুব শীঘ্রই প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম তালিকা প্রকাশ করা হবে এবং রাজাকার আলবদর আলসামর্স দেরও নাম প্রকাশ করা হবে বলেও বলেন তিনি।
এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।