রুহিয়ায় দুই মরহুম শিক্ষকের স্মরণে মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত

কুদরত আলী ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ বার পঠিত

কুদরত আলী ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ক্লাস্টার অধিনে ১ নং রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম শহিদুর রহমান ও ৫৮ নং দঃ আসান নগর নদীর ডাঙা তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের স্মরণে মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ১ নং রুহিয়া ক্লাস্টারের শিক্ষকবৃন্দ ব্যানারে ১ নং রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিলাদ মাহফিল ও শোক সভাটি অনুষ্ঠিত হয়।

মরহুম দুই শিক্ষকের স্মরণে মিলাদ মাহফিল ও শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার মোকাদ্দেস ইবনে সালাম, ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু , রুহিয়া ডিগ্রি কলেজের উপধ্যক্ষ মজিবর রহমানের সভাপতিত্বে মিলাদ মাহফিলে আর উপস্থিত ছিলেন রুহিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজের অধ্যক্ষ বদরুল ইসলাম, মহরম শহীদুর রহমান এর চাচা মকবুল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মজলুম পারভেজ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু ।

এসময় আরও উপস্থিত থেকে বক্তৃতা করেন, ১ নং রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী, বেকামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান আজিবর, সহ ক্লাস্টারের অধিনে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ মরহুম দুই শিক্ষকের কিংবদন্তি জীবনীর স্মৃতি ও অকুতোভয় কর্মকাণ্ডের স্মরণ করে বক্তব্য রাখেন এবং মরহুম দুই শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে মহরম দুই শিক্ষকের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা খাদেমুল ইসলাম ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৬ নং ফরিদপুর রাজাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লথিফ।

উল্লেখ্য গত কুরবানির ঈদের দুই আগে ৫৮ নং দঃ আসান নগর নদীর ডাঙা তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম হ্রদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন এবং ১ নং রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুর রহমান গত ৩১ শে আগস্ট হ্রদ রোগে আক্রান্ত হয়ে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে মৃত্যু বরন করেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর