বিমানবন্দরে নারী ফুটবলারদের টাকা চুরির ঘটনা দুঃখজনক’

মো শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩ বার পঠিত

মো শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি

বিমানবন্দরে সাফজয়ী নারী ফুটবলারদের ল্যাকেজ থেকে টাকা চুরির ঘটনা অত্যান্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেলে সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু আন্তাঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের টেবিল টেনিস ফাইনাল খেলা ও পদক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সাফজয়ী সকল নারী ফুটবলারদের ঘর করে দেওয়া হবে। বাংলাদেশের মেয়েরা সকল বিষয়ে এগিয়ে যাচ্ছে। বিমানবন্দরে নারী ফুটবলারদের ল্যাকেজ থেকে যে টাকা পয়সা চুরি হয়েছে এটা অত্যান্ত দুঃখজনক ঘটনা। বিষয়টি আমরা তদন্ত করছি তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এবারের টেবিল টেনিস প্রতিযোগিতায় নারী ও পুরুষ উভয় বিভাগে ৫৬টি বিশ্ববিদ্যালয়ের ২৫৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে ।

এসময় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর