মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারে পৃথক ঘটনায় পাঁচ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ও শনিবার সকালে লাশগুলো উদ্ধার করে পুলিশ।
এর আগে শুক্রবার দুপুরে সাভারের চাঁপাইনের তালবাগ এলাকায় রহিজ উদ্দিন নামের এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃওরা। এছাড়াও পাঁচ দিন আগে সাভার ও আশুলিয়ায় অজ্ঞাত তিন যুবককে হত্যা করেছে দুর্বৃওরা।
প্রতিনিয়ত এসব এলাকায় লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী বলছে, শনিবার সকালে সাভারের রাজাশন এলাকা থেকে এক যুবক, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে এক নারী, বনগাঁও ইউনিয়ন থেকে এক নারী, আমিনবাজার থেকে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
পরে লাশ গুলো ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। কিভাবে তাদের মৃত্যু হয়েছে পুলিশ তা তদন্ত করছে। এছাড়াও সাভারের বিরুলিয়া থেকে এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে, ওই বৃদ্ধ মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে।
স্থানীয়রা বলছে প্রতিনিয়ত সাভার ও আশুলিয়ায় মানুষের মৃত্যু হওয়ায় তাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।