এক যুগ পর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬০ বার পঠিত

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি

এক যুগ পর রাজধানীর শাহ আলী এলাকায় বাসু হত্যা মামলার প্রধান আসামি আলকেসকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে বরিশাল শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরেই বাসুকে হত্যা করে আলকেসসহ মামলার আসামিরা।

র‌্যাব জানান, বাসু হত্যায় চার মাস জেল খেটে জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যায় আলকেস। পরে সাভার, পটুয়াখালীসহ দেশের ভিন্নস্থানে গিয়ে নাম পাল্টে অবৈধ বালু ও ডাকাতি কাজ করত। সাভারে থাকা অবস্থায় মামলার দুই আসামির সঙ্গে আলকেসের বিরোধ দেখা দিলো তার নেতৃত্বে খুন হয় আজাহার ও সানু।

প্রসঙ্গত, ২০১২ সালে ১৪ মে বিকেলে রাজধানীর শাহ আলীতে ঐ জমিতে ঘর নিমার্ণের সময় বাসুকে লোহার রড পিটিয়ে জখমের পর গুলি করে হত্যা করে আলকেস ও তার সহযোগিরা। সংস্থাটি বলছে, গত দেড় বছর ধরে একটি দূর পাল্লার পরিবহনের ড্রাইভারের কাজ করে আসছিল আলকেস।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর