মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারে বহুল আলোচিত ঋণ খেলাপি প্রতিষ্ঠান হল মার্কের এক নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃওরা। রবিবার সকালে হল মার্কের একটি জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত নিরাপত্তা কর্মীর নাম রয়েল (৪৫)। তার আর কোনো বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ বলছে,ভোর রাতে দুর্বৃত্তরা রয়েলকে কুপিয়ে হত্যা করে লাশ হল মার্কের একটি জঙ্গলে ফেলে পালিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।
হত্যাকাণ্ডের কারণ উৎঘাটনে কাজ করছে পুলিশ। এবিষয়ে সাভার মডেল থানার এস আই জাহিদুল ইসলাম বলেন, দুর্বৃওরা কী কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করছে পুলিশ।
অপরদিকে সাভারের গেন্ডা ও বিরুলিয়া এলাকার দুটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় আরও দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন না আত্মহত্যা করেছেন তা তদন্ত করছে পুলিশ।
এছাড়াও নিখোঁজের দুই দিন পর আশুলিয়ার বংশী নদীর নয়ারহাট থেকে সাড়ে তিন বছরের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। ওই শিশু পানিতে ডুবে মারা গেছে কিনা বা তাকে কেউ হত্যা করে লাশ পানিতে ফেলেছে কিনা তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।