ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলার নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১০৫ বার পঠিত

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

ইরানে সম্প্রতি চলা শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশের হামলার নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি জ্যঁ-পিয়েরে স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের আচরণের খবরে আমরা আতঙ্কিত। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর পুলিশ সহিংসতা চালিয়েছে এবং গণ গ্রেফতার করেছে।মাসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর পর ইরানে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ হচ্ছে। গত ১৩ সেপ্টেম্বর ২২ বছর বয়সী কুর্দি তরুণীকে রাজধানী তেহরান থেকে ‘যথাযথভাবে’ হিজাব না পরার কারণে আটক করা হয়। তার পরিবারের দাবি, পুলিশ মাসা আমিনির ওপর নির্যাতন চালায়। ঘটনার ৩ দিন পর হাসপাতালে মাসা মৃত্যুবরণ করেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জ্যঁ পিয়েরে বিবৃতিতে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্ষুব্ধ হওয়ার ‘যথাযথ’ কারণ রয়েছে। নিরাপত্তা বাহিনী সপ্তাহব্যাপী বিক্ষোভকারীদের ওপর আক্রমণের কারণে তরুণরা ইরান ছাড়ছে। তারা বিশ্বের অন্যান্য জায়গায় সুযোগ ও সম্মান চাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর