স্টাফ রিপোর্টার খোরশেদ আলম
রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারে এবং রাস্তাঘাটে অটোভ্যান নিয়ন্ত্রণহীন ভাবে চলাচলে জানজট এখন হাটগাঙ্গোপাড়া বাজারের চৌরাস্তা মোড়ে, নিত্য দিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজ সমবার হাটের দিন ও বাজার দিনে এই মোড়ের রাস্তাগুলো এখন ব্যাটারিচালিত অটোভ্যানের দখলে।
অটোভ্যান চলাচলে নিয়ন্ত্রণ না থাকা ও অতিরিক্ত অটোভ্যান চলাচল করায় হাটগাঙ্গোপাড়া বাজারে যানজটের সৃষ্টি হচ্ছে। হাটগাঙ্গোপাড়া বাজারের বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে চোরাস্তা মোড় হয়ে হাটগাঙ্গোপাড়া কারিগরি হাই স্কুল ও তেঁতুল তলা মোড় হইতে হাটগাঙ্গোপাড়া ডিগ্রী কলেজ পর্যন্ত
সড়কের আশপাশে বিপণি বিতান বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে। অটোভ্যানেে কারণে গুরুত্বপূর্ণ এ মোড়ে সপ্তাহে শুক্রবার ও সমবার হাটের দিন ভোর থেকে প্রতিদিন যানজটের কবলে পড়তে হয়। সরজমিনে, আজ সমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেখা যায়, হাটগাঙ্গোপাড়া বাজারের চৌরাস্তা মোড়ে ব্যাটারিচালিত অটোভ্যানে ঠাসা। থেমে থেমে অটোভ্যানের জটলা তৈরি হচ্ছে। যাত্রী দেখলেই চার্জার ভ্যানগুলো যেখানে-সেখানে দাঁড়িয়ে পড়ছে।
আবার সড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীর আশায় অটোভ্যানগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এতে মুহূর্তেই অটো ও চার্জার ভ্যানের দীর্ঘ সারি হয়ে যায়। এই দীর্ঘ সারির কারণে পথচারীদের সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়াও বেশ কষ্টকর।
বাজার শেষ করে রাস্তার উল্টো দিকে যাওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন বাড়ীগ্রামের চৈধুরীপাড়ার বাসিন্দা আলমগীর হোসেন। তিনি বলেন, বাজার করতে যত সময় লাগে, তার থেকে বেশি সময় লাগে হাটগাঙ্গোপাড়া বাজারের চৌরাস্তার মোড় পার হতে। এখানে সব সময় চার-পাঁচটি অটো ভ্যান দাঁড়িয়ে থাকে রাস্তার মাঝখানে।
এই মোড়ে দীর্ঘ সারির কারণে পথচারীদের সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়াও বেশ কষ্টকর।
হাটগাঙ্গোপাড়া বাজারে চৌরাস্তা মোড় এলাকায় চারদিক থেকে চারটি সড়ক এসে মিলেছে। এ মোড়ের চারদিকেই বিপণি বিতান অবস্থিত।
এখানেও সড়কের মধ্যে অটোভ্যানের স্ট্যান্ড দেখা যায়। এই মোড়ের পাশে প্রধান ব্যবসায়ীকেন্দ্র গার্মেন্টসের দোকান, কসমেটিক পট্টি সারপট্টি কাচা বাজার। এই বাজারের ছোট সংযোগ রাস্তাগুলো দিয়ে কেনাকাটা করতে এসে দীর্ঘ সময় মানুষকে যানজটে আটকে পড়ে থাকতে দেখা গেছে।