বুলবুল আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ইং পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী মোঃ জাকারিয়ার তত্বাবধানে উপজেলা পরিষদ একটি র্যালী বের হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ্র দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহীন দেলোয়ার, ওসি ডালিম আহমদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু ও শাহ রেজভী আহমদ খালেদ, দৈনিক হবিগঞ্জের সময় পত্রিকার প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সেলিম তালুকদার, পজিপ কর্মকর্তা শাকিল আহমদ, আওয়ামীলীগ নেতা অঞ্জন পুরকায়স্থ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, পৌর শ্রমিকলীগের সভাপতি হাফিজুর রহমান মিলন, ছাত্রলীগ নেতা সাজু আহমেদ রূদয় প্রমুখ।