মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় মদ্যপান করতে নিষেধ করায় এক আওয়ামী লীগকর্মীর অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের নির্মম পিটুনিতে গুরুতর আহত হয়েছে ওই আওয়ামী লীগ নেতাসহ ছয় জন।
গেল রাতে উপজেলার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম রাজিবের অফিসে এ হামলা ভাঙচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা।
আশরাফুল ইসলাম রাজিব বলেন, গত কয়েক দিন আগে তুরাগ নদীর ইছরকান্দি এলাকায় কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করছিলেন। তিনি তাদেরকে মদ্যপান করতে নিষেধ করলে তারা তাকে দেখে নেয়ার হুমকি দেন। পরে এর জের ধরে বুধবার রাতে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় ভাঙচুরে বাধা দিলে সন্ত্রাসীরা ছয়জনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশুলিয়া থানা পুলিশ বলছে, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।