গত কাল সন্ধা ৬ঃ৩০ ঘটিকায় রাজশাহী মহানগরের মালদাহ কলোনি বৌবাজারের সামনে এক যুবক কে গাঁজা সহ আটোক করে বিসিক ফাঁড়ি পুলিশ।

এস.এম.ইফতেখার হাসান রিফাত জেলা প্রতিনিধি রাজশাহী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৯২ বার পঠিত

এস.এম.ইফতেখার হাসান রিফাত জেলা প্রতিনিধি রাজশাহী

গত কাল ২৬-১০-২০২২ আনুমানিক সন্ধা ৬ঃ৩০ ঘটিকায় রাজশাহীর মালদাহ কলোনি বৌবাজারের সামনে সন্দেহ মূলক ভাবে তল্লাশি চালিয়ে ২ টি ফোন একাধীক সিম ও গাঁজা উদ্ধার করেন রাজশাহী মেট্রোপলিটন (আর.এম.পি) শিল্প নগরী পুলিশ ফাঁড়ি টহলরত দল। জানা যায় আনেক দিন যাবৎ তাঁকে নজর দারিতে রাখার পর আজ সন্ধায় সঠিক তথ্যের ভিত্তিতে বিপুল পরিমানের মাদক উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। আসামির নামঃ মোঃবাহাদুর সাহ। (৩০) পিতাঃ মৃত বোরহানুল হক। মাতাঃ মোছাঃ নূরজাহান বেগম। স্থায়ী ঠিকানাঃ গ্রাম,তেলিপাড়া,ভোলাহাট উপজেলা,জেলা চাঁপাইনবাবগঞ্জ। প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা যায় তিনি রাজশাহী মহানগড়ীর মালদাহ কলনির বাবলুর মেসে অস্থায়ী ভাবে দীর্ঘদিন যাবৎ বসবাস করে যাচ্ছেন। তল্লাশী চলাকালীন সময় তার প্যেন্টের ভিতর পাশে গোপনীয় পকেট থেকে বিপুল পরিমানের গাঁজা উদ্ধার করে। এর সাথে একটি বন্ধ মুঠো ফোন এবং একাধিক সিম উদ্ধার করা হয়। জানা যায় এটি ব্যাবসায়ের কাজে ব্যাবহার করা হতো।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর