শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত

মো মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৪৭ বার পঠিত

মো মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই স্লোগানকে সামনে রেখে শিবগঞ্জ জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শিক্ষকদের একটি র‍্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র‍্যালিতে শিবগঞ্জ প্রায় তিনশো সহস্রাধিক শিক্ষক অংশ নেয়।

র‍্যালি শেষে শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়াম সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য ৪৩ চাঁপাইনবাবগঞ্জ ০১ ডা মো সামিল উদ্দিন আহমেদ শিমুল, মুখ্য আলোচক শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো আবুল হায়াত, বিশেষ অতিথি শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ আদিনা ফজলুর হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মাজাহারুল ইসলাম তরু, শিবগঞ্জ স্সাতক মহাবিদ্যালয় সাবেক অধ্যক্ষ মো ব্রাইনির ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা শিউলি বেগম, উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন, সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুল মান্নান,সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও স্কুল কলেজ মাদ্রাসা সম্মানিত শিক্ষক ছাত্র-ছাত্রী গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকবৃন্দ সহ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর