ভাইয়ের ভালোবাসা সম্পর্কিত কিছু কথা

মোঃ রুহুল আমিন 
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৫৭ বার পঠিত

মোঃ রুহুল আমিন 

মানিক ভাই আমার বড় ভাই। তবে তার সঙ্গে আমার কোন রক্তের সম্পর্ক নেই। মানে আপন ভাই না। তবুও আমার মত একজন ‘গুণহীন’ বালককে তিনি নিজের ছোটভাইয়ের মত স্নেহ করেন। কী কারণে করেন আমি জানি না। তবে তার স্নেহের প্রতিদান স্বরুপ আমি তাকে অসম্ভব রকমের শ্রদ্ধা করি এবং ভালোবাসি। কারণ তাকে ভালোবাসার এবং শ্রদ্ধা করার পেছনে রয়েছে বহু যুক্তিসঙ্গত কারণ। এই মানুষটা একের ভেতর নানা ধরণের বৈশিষ্ট্যের অধিকারী।

মানিক ভাই আপনার মত একজন সুন্দর মনের মানুষ আমার আপন বড় ভাই হলে আমার জীবনটা বোধহয় খুব আনন্দদায়কই হত!!! পূণর্জন্ম বলে যদি কিছু থাকে, তবে আমি পূণর্জন্মে আপনাকে আপন বড়ভাই হিসেবে পেতে চাইতাম।’

পৃথিবীর সকল বন্ধনের মধ্যে ভাইয়ের বন্ধন অনেকটা বড়। যার কাছে একজন ভাই আছে সে মনে করতে পারেন এটা স্রষ্টার কাছে থেকে আপনার জন্য একটি উপহার। এটা আপনি এখন বুঝতে না পারলেও একসময় বুঝবেন। সত্যিই ভ্রাতার বন্ধন অনেক বড় আপনার সাথে আমার একদিনের পরিচয়ে আমি এতোটা আপন হয়ে উঠবো তা কখনোই ভাবিনাই।
এই পৃথিবীতে ভ্রাতৃত্বের বন্ধন কিন্তু অনেক বড় একটি বন্ধন। ভাইয়ের প্রতি ভাইয়ের যে ভালোবাসা, মায়া, মমতা সেটি কোনো ভাষায় প্রকাশ করার মত নয়। পৃথিবীর শ্রেষ্ট বন্ধন গুলোর মধ্যে একটি হচ্ছে ভাইয়ের সাথে ভাইয়ের ভালোবাসার বন্ধন।

কথাই আছে,ভাই বড় ধন রক্তের বাঁধন। একজন ভাই থাকা মানে একজন গার্জেন সমতুল্য। তাই আমাদের সকলের উচিত ভাইদের সাথে মহব্বত করা বেশি বেশি করে তাদের কদর করা তাদের সম্মান করা ভাইয়ের সম্পর্কটা হওয়া উচিত গভীর।
পৃথিবীর সকল বন্ধনের মধ্যে ভাইয়ের বন্ধন অনেকটা বড়। যার কাছে একজন ভাই আছে সে মনে করতে পারেন এটা স্রষ্টার কাছে থেকে আপনার জন্য একটি উপহার। এটা আপনি এখন বুঝতে না পারলেও একসময় বুঝবেন। সত্যিই ভ্রাতার বন্ধন অনেক বড়
এই পৃথিবীতে ভ্রাতৃত্বের বন্ধন কিন্তু বড় একটি বন্ধন।

আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা আপনার আমার ভালোবাসার বন্ধন সারা জীবন অটুট থাকুক প্রিয় ভাই

আমার শ্রদ্ধের বড় ভাই Manik Hosen
sadakalosangbad.com
News Editor

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর