মোঃ রুহুল আমিন গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহী গোদাগাড়ী উপজেলার শাবদিপুরে দুইজন ট্রলি ড্রাইভার মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় চাঁপাইনবাবগঞ্জ টু রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহত দুজন গোদাগাড়ী উপজেলার জামাদানি এলাকার তারেক ও ভাঙ্গা মসজিদ এলাকার হাফিজুর। জানা গেছে তারা দুজন জিয়া ইট ভাটার ট্রলি ড্রাইভার।
স্থানীরা জানান, থেমে থাকা তেলের গাড়িতে অসাবধানতাবশত ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটর সাইকেলের ক্ষয়ক্ষতি হয় সেই সাথে দুজনই গুরুতর আহত হয়েছেন।
ঘটনা ঘটার সাথে সাথে জিয়া ভাটায় নাইটগার্ডে কর্মরত আনোয়ারুল ইসলাম ফায়ারসার্ভিস ও থানায় ফোন দেন বলে জানিয়েছেন। পরে রা ৮ টায় এম্বুলেন্সে করে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।