মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে মা ও ছেলে গুরুতর আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাতে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ পশ্চিপাড়া এলাকার আনোয়ার ভুইয়ার বাড়িতে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এলাকাবাসী জানায়,রাতে ওই বাড়ির সেপটিক ট্যাংকে গ্যাস জমে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। এসময় ঘটনাস্থলে থাকা জেসমিন ও তার শিশু ছেলে মুসাফ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নারী ও শিশু হাসপাতালে ভর্তি করলে সেখানে তার অবস্থার অবনতি হলে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসীর দাবি ওই বাড়ির মালিক আনোয়ার ভুইয়া ঝুকিপূর্ণ ভাবে শ্রমিক কলোনীর সামনে ময়লার সেপটিক ট্যাংক করেন তার ফলে গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে। অল্পের জন্য অনেক মানুষের প্রাণ বেচে গেছে। এলাকাবাসী ওই বাড়ির মালিকের কঠোর শাস্তি দাবি করেছেন।
এবিষয়ে ওই বাড়ির মালিক আনোয়ার ভুইয়া বলেন,আমি ভারত চলে যাবো দুর্ঘটনার খবর দিয়ে আমি কি করবো আমার সময় নেই কে বাচলো আর কে মরলো।