মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারে দুই নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে দুই নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। এছাড়া পুরুষ ব্যক্তিটি হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন।
পথচারীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় বিশ্বনাথ চন্দ্র দাশ নামে এক ব্যক্তির ক্ষত বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। কে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করছে পুলিশ।
অপরদিকে আশুলিয়া থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে ওই দুই নারী আত্মহত্যা করেছে।