শ্রীনগরে উপজেলা শাখার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৫ নভেম্বর)মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি কমিটির আহ্বায়ক জহিরুল হক নিশাত সিকদার এর সভাপতিত্বে শ্রীনগর স্টেডিয়ামে সম্মেলনের ১ম অধিবেশনে আলোচনা সভা শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম।
সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, প্রধান বক্তা হিসেবে ছিলেন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু।
প্রস্তুত কমিটির সদস্য সচিব হামিদুল্লাহ খান মুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি এ্যাডঃ মৃণাল কান্তি দাস,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারন সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, আওয়ালীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ডাবলু, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন,শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন,শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম আহম্মেদ ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য গোলাম সারোয়ার খান মামুন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু, জাতীয় পরিষদ সদস্য ইঞ্জিঃ জহিরুল ইসলাম ইসহাক প্রমুখ,
আলোচনা শুরুর পূর্বে হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী ও দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।