মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার রাতের ওই অগ্নিকাণ্ডে অফিসের এক নিরাপত্তাকর্মী গুরুতর দগ্ধ হয়েছে।
উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের আলমনগর এলাকায় সুগন্ধা হাউজিংয়ে উপজেলা সেটেলমেন্ট অফিসে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাতে সেটেলমেন্ট অফিসের তৃতীয় তলায় ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুরুত্বপূর্ণ অনেক কাগজপত্র পুড়ে গেছে।
আগুনে ওই অফিসের নিরাপত্তাকর্মী আনোয়ার হোসেন গুরুতর দগ্ধ হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসার সুসান্ত বাবু বলেন, কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করা হচ্ছে।