মো মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় ৮৮ নং উজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেছেন মাননীয় সংসদ সদস্য ৪৩ চাঁপাইনবাবগঞ্জ ০১ ডা: মো সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।
মঙ্গলবার (২২নভেম্বর ২০২২) সকাল ১১ টায় ৮৮ নং উজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো শফিকুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো তোহিদুল আলম টিয়া, উপজেলা এলডিডি অফিসের সার্ভেয়ার মোঃ আব্দুল হাকিম সহ অনেকে উপস্থিত ছিলেন।
ডা: মো সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি বলেন, এই সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে বর্তমান সরকার বদ্বপরিকর। তিনি শিশুদের মানসিক বিকাশে সুন্দর পরিবেশের উপর গুরুত্বারোপ করেন। সভাপতির বত্তব্যে মো শফিকুল ইসলাম বলেন,শিক্ষার মান্নোয়নে সরকার সারাদেশে বিদ্যালয় গুলোতে নতুন-নতুন বিদ্যালয় ভবন নির্মাণ করছে।
নতুন স্কুল ভবন উদ্বোধনে অন্যান্যের আরো উপস্থিত ছিলেন,উজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক, ও সুধীজন উপস্থিত ছিলেন।