মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভার পৌরসভা এলাকায় ফিফা বিশ্বকাপের ফুটবল খেলায় আর্জেন্টিনা দলের হারকে কেন্দ্র করে দুই কিশোরকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার বক্তারপুর মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আল আমিন (১৮) ও মেহেদী (১৬)। তবে তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, বক্তারপুর এলাকায় সবাই মিলে খেলা দেখছিল। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ২০-২২ জন ছেলে মেহেদী ও আল আল আমিনের উপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। যারা কুপিয়েছে, তারা সবাই আহতদের বন্ধু। পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ফারবিন জসিম বলেন, দুই কিশোরের দেহে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রে আঘাতের দাগ রয়েছে। এরমধ্যে আল আমিনের শরীরে ৮-৯ জায়গায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।